Site icon Jamuna Television

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ; স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করায় ভারতের প্রশংসাও করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দেয়ায় কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর ১০ দিনের আয়োজনের শেষ দিন। যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের চলার পথে পাশে থাকার জন্য ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এদিকে, জনগণের উন্নয়নে স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়ে তুলতে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা বার্তা পাঠানোয় বিশ্বনেতাদের প্রতি ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা।

ইউএইচ/

Exit mobile version