Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার শাখা নদীতে ডুবে গিয়ে মো. মারুফ (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কনকসার এলাকা সংলগ্ন পদ্মার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ১২টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল নেমে নিখোঁজ হয় সে। নিহত মারুফ উপজেলার নাগেরহাটের নতুনকান্দি গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও স্থানীয়রা জানায়, জুমার নামাজ পরার প্রস্তুতির জন্য দুপুর ১২টার দিকে কনকসার এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে স্থানীয় মাদানিয়া ইসলামিয়া মাদরাসার মারুফসহ কয়েকজন ছাত্র। এ সময় তারা নদী তীরের অদূরে জেগে উঠা চরে সাঁতরে গিয়ে ফিরে আসার সময় মারুফ পানিতে ডুবে যায়। এতে গোসল শেষে নদী থেকে সহপাঠী অন্য ছাত্ররা উঠে এলেও নিখোঁজ থাকে সে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় বিকাল সাড়ে ৪টার দিকে মৃত অবস্থায় নদী থেকে মারুফকে উদ্ধার করা হয়।

ইউএইচ/

Exit mobile version