Site icon Jamuna Television

আজ সাতক্ষীরা ও গোপালগঞ্জের দু’টি মন্দির পরিদর্শনে যাবেন মোদি

আজ সাতক্ষীরা ও গোপালগঞ্জের দু'টি মন্দির পরিদর্শনে যাবেন মোদি

আজ সাতক্ষীরা ও গোপালগঞ্জের দু’টি মন্দির পরিদর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবেন তিনি। সেইসাথে মতবিনিময় করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে।

এরপরে সাতক্ষীরা সফর শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন নরেন্দ্র মোদি। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। তারপর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন।

এদিকে সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে। বৈঠক শেষে ভারত ফিরবেন নরেন্দ্র মোদি।

Exit mobile version