Site icon Jamuna Television

ওয়ানডে সিরিজে নিজেদের পারফরমেন্সে হাতাশ রিয়াদ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ। এই সিরিজে বোলাররা ভালো করলেও ব্যাটাররা ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ফিল্ডিংয়েও বেশ দুর্বলতা রয়েছে টাইগারদের। ব্যাটিং ব্যর্থতার সাথে যুক্ত হয়েছিলো ক্যাচ মিসের মোহড়া।

দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ গড়েও ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ। ওয়ানডের পালা শেষ, এখন শুরু টি-টোয়েন্টি মিশন শুরু হবে, তবে ওয়ানডে সিরিজে এমন হারের স্মৃতি ভুলতে পারছেন না টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন রিয়াদ।

গণমাধ্যমে বললেন, আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি। আমাদের ব্যাটসম্যানদের যোগ্যতা অনুযায়ী মাঠে পারফরমেন্স করতে পারেনি। সেই সাথে যুক্ত হয়েছিলো ফিল্ডিং ও ক্যাচ মিসের মোহড়া। তবে তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম। আসলেই ওয়ানডে সিরিজে আমাদের এই পারফরমেন্স আমরা হতাশ।

Exit mobile version