Site icon Jamuna Television

বাড়ি ভর্তি হাজার বছরের প্রাচীন ৪ হাজার প্রত্নতাত্ত্বিক সম্পদ!

বাড়ি ভর্তি হাজার বছরের প্রাচীন ৪ হাজার প্রত্নতাত্ত্বিক সম্পদ!

মমিসহ প্রাক হিস্পানিক সভ্যতার প্রায় ৪ হাজার প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধার হলো পেরুতে। বৃহস্পতিবার কাস্কো শহরের একটি বাড়িতে অভিযানে বেরিয়ে আসে হাজার বছরের পুরোনো এ সম্পদ।

বাড়িটিতে ৫০টি কাঠের বাক্সে সংরক্ষিত ছিল হিস্পানিক সভ্যতার নিদর্শন; প্রাচীন মমি, মাথার খুলিসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ।

পুলিশ জানিয়েছে, সম্পদগুলো দেশটির সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত নেই। উত্তরাধিকার সূত্রে এর দাবিকারী একজনকে আটক করেছে পুলিশ। নিদর্শনগুলো অবৈধভাবে পাচারকৃত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version