Site icon Jamuna Television

দেশে দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি

দেশে দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি

দুই সপ্তাহ ধরে দেশে জ্যামিতিক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী।

করোনার সাম্প্রতিক পরিস্থিতিতে কুর্মিটোলায় ধারণ ক্ষমতার অতিরিক্ত ১৯২ জন রোগি ভর্তি আছে। এছাড়া সরকারি বেসরকারি মিলিয়ে ৬০টি আইসিইউ বেড খালি আছে। এরমধ্যে সরকারিতে ৭টি বেড খালি আছে।

এদিকে ভোররাত থেকে করোনা টেষ্টের জন্য লাইনে দাড়ায় শতাধিক মানুষ। তবে তাদের বেশিরভাগই টেষ্ট করাতে না করোনার উপসর্গ নিয়ে বাসায় ফিরেছেন। এরমধম্যে অনে আবার একাধিক দিনে এসেও টেষ্ট করাতে পারছেন না বলেও অভিযোগ করেন। বলেন, করোনা প্রকোপ যেভাবে বাড়ছে তাতে করোনা পরীক্ষা হার বাড়ানো উচিত।

Exit mobile version