Site icon Jamuna Television

শ্রীলঙ্কার ক্রিকেটে আবারও ফিরছেন চামিন্দা ভাস

পদত্যাগ পত্র তুলে নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেরে সাথে ভুল বোঝা বোঝির অবসান হওয়ায় দেশের ক্রিকেটে কাজ করবেন ভাস।

শুক্রবার এক বিবৃতিতে এসএলসি জানায়, দুই পক্ষের আলোচনার পর সমঝোতার মাধ্যমে মেটানো হয়েছে সমস্যা। ভাস তার পদত্যাগ তুলে নিয়ে পেস বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন। গত ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভিড সেকার। উইন্ডিজ সফরের জন্য দায়িত্ব দেয়া হয় ভাসকে।

দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন সাবেক এই পেসার। ২০১৩ ও ২০১৫ সালের পর অস্থায়ীভাবে ছিলেন ২০১৭ সালে।

Exit mobile version