Site icon Jamuna Television

আইপিএলের দলের সাথে যোগ দিতে কলকাতায় পৌঁছেছেন সাকিব

আইপিএল খেলতে সকালেই দেশ ছেড়েছেন টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতা পৌঁছেছেন সাকিব। কলকাতা থেকে মুম্বাইয়ে যাবার কথা রয়েছে সাকিব আল হাসানের।

মুম্বাইয়ে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব আল হাসান। করোনা ভাইরাস মহামারির কারণে এবার আইপিএলের প্রথম ভাগের সব ম্যাচই হবে মুম্বাই ও চেন্নাইতে।

৯ এপ্রিল শুরু হবে আইপিএল। এরআগে আইপিএলে খেলার জন্য বিসিবি থেকে সবুজ সংকেত পান সাকিব। তার ছাড়পত্র আটকায়নি বোর্ড। আগামী ১১ এপ্রিল হায়দ্রবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাকিবের
কলকাতা।

Exit mobile version