Site icon Jamuna Television

সিরাজগঞ্জে জীববৈচিত্র সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে পরিযায়ী পাখি/জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়’র উপদেষ্টা ফুলাদ হায়দার খান, মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বন পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভি ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. হামীম, শিকড়ের পরিচালক মো. মনিরুজ্জামান আল ফারুক নূর ই এলাহী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ ও বন্যা প্রাণী সংরক্ষণে সচেতনতার জন্য প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে সচেতনতার বৃদ্ধির আহবান জানান।

Exit mobile version