Site icon Jamuna Television

মোদি এসেছেন রাষ্ট্রপ্রধান হয়ে, বিজেপি প্রধান হয়ে নয়: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছেন একটি দেশের রাষ্ট্র প্রধান হিসেবে, বিজেপির প্রধান হিসেবে নয়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, যারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অরাজকতা করছে তারা রাজাকার পরিবারের।

ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতার নামে নৈরাজ্য কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী. ড. হাছান মাহমুদ।

Exit mobile version