Site icon Jamuna Television

আগামীকাল হেফাজতের সকাল-সন্ধ্যা হরতালের ডাক

ফাইল ছবি।

আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন নাস্তিক ও ইসলাম বিরোধীদের বিপক্ষে। আগামীকাল সারাদেশব্যপী সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে।

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় বিকেলে সংবাদ সম্মেলনে মামুনুল হক আরও বলেন, এই হরতাল ঈমানের তাগিদে ডাকা হয়েছে। এ সময়ে তিনি হরতালে সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহতের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি সকল পরিবহন মালিক ও শ্রমিকদের আগামীকাল হরতাল পালনের আহ্বান জানান।

Exit mobile version