Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে আরও একটি হারের মুখে বাংলাদেশ

নিউজিল্যান্ডে আরও একটি হারের মুখে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। ২১১ রানের লক্ষ্যে শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৩ রান।

হ্যামিল্টনের এই ম্যাচে দু’দলেই ২ জন করে ক্রিকেটারের অভিষেক হয়েছে। ম্যাচের শুরুর ওভারে অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুমের বলে বোল্ড হন কিউইদের হয়ে অভিষিক্ত ফিন অ্যালেন। ৩৫ রান করা মার্টিন গাপ্টিলকে নিজের দ্বিতীয় শিকার বানান নাসুম। ১১ দশমিক চার ওভারে শতরান পূর্ণ করেছে নিউজিল্যান্ড। মূলত ডেভন কনওয়ের অপরাজিত ৯২ রানে বিশাল সংগ্রহ গড়ে কিউইরা। উইল ইয়ং করেন ৫৩ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে আবারো ব্যর্থ ব্যাটিং ডিপার্টমেন্ট। লিটন চার, সৌম্য পাঁচ আর মিঠুন চার রানে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১৮ বলে ২৭ রানে নাঈম শেখের ইনিংস থামান লোকি ফারগুসন। এরপর অধিনায়ক রিয়াদ ও শেখ মেহেদী ব্যাট প্যাডে সাউদির স্পিনে কাটা পড়লে ৫৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

Exit mobile version