Site icon Jamuna Television

নৌ-কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিমের জামিন স্থগিত

ফাইল ছবি

নৌ-কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালতে এ স্থগিতের আদেশ দেন। এর আগে গত ১৮ মার্চ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

গত বছরের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়। এর আগে মাদক ও অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেয়া হয় এই বিতর্কিত ওয়ার্ড কাউন্সিলরকে।

ইউএইচ/

Exit mobile version