Site icon Jamuna Television

ইছামতী নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ সীমান্তের ইছামতী নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার সকালে কাজের জন্য নদীর দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সীমান্তের ইছামতী নদীর বাংলাদেশ পাড়ে বাঁধরক্ষা ব্লকের উপর ভেসে আসা একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ ও নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ‌

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সে বাংলাদেশের নাগরিক না ভারতের নাগরিক তা এখনো জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version