Site icon Jamuna Television

করোনা সাময়িক বাধা সৃষ্টি করলেও থেমে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

করোনা সাময়িক বাধা সৃষ্টি করলেও থেমে থাকলে চলবে না। সামনে এগিয়েছে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো একে একে পূরণ করছে সরকার। এ সময় তিনি বলেন, বন্ধু দেশ ও প্রতিষ্ঠান যারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছে তাদেরকে সম্মান জানিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা সংকটের কারণে সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্বল্প পরিসরে করতে হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো যায়নি।

ইউএইচ/

Exit mobile version