Site icon Jamuna Television

পাবনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

পাবনার আটঘরিয়া থানার উপ-পরিদর্শক দুলাল হোসেন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। শনিবার রাতে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য থানা ভবনে আলোকসজ্জা করা হয়। সেসময় তারের লিকেজ থেকে ধাতব পাইপ বিদ্যুতায়িত হয়েছিল।

তিনি বলেন, এসআই দুলাল রাতে মোবাইলে কথা বলতে বলতে ধাতব পাইপে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version