Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট নয়, আইপিএল খেলতেই ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজ

আইপিএল নাকি টেস্ট কোনটা খেলবেন মোস্তাফিজ? আইপিএলের নিলামের পরেই এমন প্রশ্ন উঠেছিলো টাইগার পেসার বোলার মোস্তাফিজকে নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার নাম থাকলে অবশ্যই দেশের হয়ে টেস্ট খেলবেন, সেই ক্ষেত্রে বাদ দিবেন এবারের আইপিএলে অংশগ্রহণ।

কিন্তু শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের নির্বাচকরা টেস্ট দলের জন্য মোস্তাফিজকে বিবেচনাতেই রাখেননি, তাই আইপিএলে যোগ দিতে বিসিবি থেকে এনওসি (অনাপত্তি পত্র) দিয়েছে কাটার মাস্টারকে। ফলে তার আইপিএল খেলায় এখন আর কোন বাঁধা থাকলো না।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দ্রুতই রাজস্থান রয়্যালসের সাথে যোগ দিবেন মোস্তাফিজ। ফিজকে ছাড়পত্র দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এক কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ড থেকে ফিরে আইপিএলে যোগ দিবেন ফিজ। আইপিএলে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান নিজেদের দলের সাথে যোগ দিতে ইতিমধ্যেই উড়াল দিয়েছেন ভারতে।

Exit mobile version