Site icon Jamuna Television

শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের

২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দুই ম্যাচেই ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরে ২০২০ সালে নেপালের সাথে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিল বাংলাদেশের ফুটবল। সেই সিরিজের দুই ম্যাচের প্রথমটিতে ২-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে অবশ্য ড্র করেছিলো জামাল ভূঁইয়াদের দল। এবছরে নেপালের অনুষ্ঠিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে কিরগিজস্তানের সাথে জয় পেলেও নেপালের সাথে ড্র করে টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। সোমবার ফাইনাল ম্যাচে টাইগার ফুটবলারদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

গেল দুই বছরের পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ নেপালিদের চাইতে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাইতো এই টুর্নামেন্টের ফাইনালে নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে দীর্ঘ ১৫ বছর পর কোন টুর্নামেন্ট থেকে শিরোপা জিততে চায় জামাল ভূঁইয়ার দল। এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশকে একটি শিরোপা উপহার দিতে চায় জেমিডের শীর্ষরা।

এর আগে ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯৮৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে তাদের মাটি থেকে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচে নেপালের বিপক্ষে চার গোল খেয়েছিলো বাংলাদেশের ফুটবলাররা। কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ওয়াসিম ইকবালরা দিয়েছিল ২ গোল। সেই দশরথ স্টেডিয়াম থেকেই ১৯৯৯ সালের সাফ গেমসের ফাইনালে আলফাজের একমাত্র গোলে স্বর্ণ জিতেছিলো বাংলাদেশ।

এবারও ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে দশরথ স্টেডিয়ামেই নেপালের মোকাবেলা করবে বাংলাদেশের ফুটবলাররা। সোমবার সন্ধ্যা ৬ টায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় ধরা দিবে কার হাতে সেটাই এখন দেখার অপেক্ষায়।

Exit mobile version