Site icon Jamuna Television

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় যোদ্ধারা

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা।

রোববার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিনিধি দলটি। এসময় শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে ৩৬ জনের ভারতীয় দল সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন।

এসময় সেনাপ্রধান মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দু’দেশের সম্পর্ক এগিয়ে যাবে। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ জন নৌ-সদর দফতরে নৌ-বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৯ মার্চ ফিরে যাবে ভারতীয় প্রতিনিধি দলটি।

Exit mobile version