Site icon Jamuna Television

বড় ব্যবধানে হারের পরও বোলারদের পারফরমেন্সে স্বস্তির ঢেকুর রিয়াদের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যাবধানে হারের পরও বোলারদের গুনগান গাইলেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ দুইশোর বেশি রান করলেও, বোলিংটা খারাপ হয়নি বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে ব্যাটিং এ যে বার বার একই ধরণের ভুল করছে দল সেটা স্বীকার করেছেন তিনি। বলছেন-একই সঙ্গে সাকিব-তামিম-মুশফিকের মত সিনিয়ররা না থাকায় নাইম-আফিফদের সুযোগ ছিলো ম্যাচের নায়ক হওয়ার।

আমার মনে হয়, আমাদের সুযোগ ছিল। শুরুটা ভালো ছিলো, কিন্তু ডেভন যেভাবে ব্যাটিং করেছে, দারুণ। বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না।

১৯০ রানের আশেপাশে হলে সেটি তাড়া করে জেতা যেত। কিন্তু একসঙ্গে বেশি উইকেট হারানোর পর আর মাচ জেতা যায় না। আমরা এটাই করছি, একই ভুল বারবার করে চলেছি।

Exit mobile version