Site icon Jamuna Television

শচীনের পর এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

দুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছে শচীন টেন্ডুলকার আর শনিবার করোনায় আক্রন্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের আরেক সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। এই দুই ক্রিকেটারই কিছুদিন আগে অংশ নিয়েছিলেন রোড ফর সেফটি ওয়াল্ড ক্রিকেট সিরিজে, যেখানে বিশ্বের আরও কয়েকটি দেশের সাবেক লিজেন্ডসরা খেলেছেন।

এই দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার পর চারদিকে চলছে আলোচনা সমালোচনা।এই দুই ক্রিকেটারই ইন্ডিয়া লিজেন্ডস দলের হয়ে খেলেছেন এবং ভারতের রায়পুরে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচেই দেশের হয়ে মাঠে নেমেছেন তারা। তাই তাদের সাথে যারা খেলেছেন বা তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও করোনার ঝুকি রয়েছে বলে মনে করছেন অনেকেই।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের টুইটারে ইউসুফ পাঠান লিখেন, আজ আমার কোভিড-১৯ এর ফলাফল পজিটিভ এসেছে। মৃদু উপসর্গও রয়েছে। ইতিমধ্যেই ঘরে আমি কোয়ারেন্টিনে রয়েছি এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি। যারা সম্প্রতি আমার কাছাকাছি এসেছিলেন তাদের প্রত্যেককে পরীক্ষা করানোর অনুরোধ করছি।

Exit mobile version