Site icon Jamuna Television

কাবাডিতে পোল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ

বড় জয় দিয়েই বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা। দিনের অপর ম্য্যাচে কেনিয়াকে ৩৫-৩৩ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ঘরের মাঠে দীর্ঘদিন পর কাবাডির আন্তর্জাতিক আসর। জমকালো উদ্বোধনের পর প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড। কাবাডিতে কিছুটা অচেনা হলেও শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে ভালোই প্রতিরোধ গড়েছে পোল্যান্ড। ২০-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

বিরতির পর আরও আক্রমণাত্মক লাল-সবুজ দল। পোল্যান্ডকে কোন সুযোগ না দিয়ে তিনটি লোনাসহ ৪০-২২ পয়েন্ট ব্যবধানের জয় বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার শক্তিশালী নেপালের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিক বাংলাদেশকে।

এরআগে জমকালো আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও রেব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

Exit mobile version