Site icon Jamuna Television

ওয়ানডে ট্রফি নিজেদের ঘরেই রেখে দিলো ভারত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে ২-০ ব্যাবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩২৯ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৫০ ওভার শেষে ৩২২ রান তুলতে পারে ইংল্যান্ড, ফলে ৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

ভারতের হয়ে ব্যাট হাতে শেখর ধাওয়ান করেন ৬৭,পান্ত করেন ৭৮ আর পান্ডিয়া করেন ৬৪। সার্দুল ঠাকুরের ব্যাট থেকে আসে ৩০ রান। এই ম্যাচে নিজের জাত চেনাতে ব্যার্থ হয়েছেন ভিরাট কোহলি। করেছেন মাত্র ৭ রান। বল হাতে ইংলিশদের পক্ষে ৩ উইকেট নিয়েছেন মার্ক উড। আদিল রশিদ নিয়েছেন ২ উইকেট।

ব্যাট হাতে ইংল্যান্ডের পক্ষে ৯৫ রানে অপরাজিত ছিলেন স্যাম কোরান। আর মালান করেন ৫০ রান। বল হাতে ভারতের পক্ষে সার্দুল ঠাকুর নিয়েছেন ৪ উইকেট আর ভুবেনেশ্বর কুমার নিয়েছেন ৩ উইকেট। প্লেয়ার অবদ্যা ম্যাচ হয়েছেন স্যাম কোরান।

Exit mobile version