Site icon Jamuna Television

ক্রিকেটার নয় মডেল হতে চান তানভির

বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্র ছিলেন, বয়স ভিত্তিক দলেও খেলেছেন। ইমন, আকবর আলীরা যখন ক্রিকেট মাঠে ব্যাট হাতে নিজেদের প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত, ঠিক তখন তানভীর ব্যস্ত সময় কাটাচ্ছেন টিভি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করে।
এর মধ্যেই বিপিএলের দল খুলনা টাইটানের কাভার ভিডিওতে কাজ করেছেন মডেল হিসেবে। এছারা বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও কাজ করেছেন তানভির।

টিভি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে ক্রিকেট থেকে কিছুটা দুরে সরে এসেছেন এই তরুণ। তার ইচ্ছা ভবিষ্যতে নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা। বর্তমানে বেশ কিছু নতুন কাজ হাতে নিয়েছেন এই তরুণ। তানভীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত আছেন।

Exit mobile version