Site icon Jamuna Television

কারেন রাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে মিয়ানমার

মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বিমান হামলার পর তিন হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়।

কারেন উইম্যান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। তারা সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়।

টাইমস নাও নিউজের খবরে বলা হয়, মিয়ানমারের প্রায় তিন হাজার শরণার্থী থাইল্যান্ড পৌঁছেছেন। শনিবারের ওই হামলায় কেএনইউ নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের অন্তত তিনজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।

এদিকে, রক্তক্ষয়ী দিনের পরও মিয়ানমারে অব্যাহত জান্তা বিরোধী আন্দোলন। সেনা অভ্যুত্থানের পর কমপক্ষে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে সেনা আগ্রাসনে। দেশটিতে বন্দি ৩ হাজারের বেশি মানুষ।

ইউএইচ/

Exit mobile version