Site icon Jamuna Television

সহজ শর্তে ঋণ পাওয়ার দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কর্মচারীরা

সহজ শর্তে ঋণ পাওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীদের তিনটি সংগঠন।

সোমবার সকাল সাড়ে সাতটায় কর্মচারী ট্রেড ইউনিয়ন, সহায়ক কর্মচারী এবং পরিবহন টেকনিক্যাল সমিতির নেতাকর্মীরা দুটি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনের অংশ হিসেবে অধিকাংশ কর্মচারী কাজে যোগ দেননি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, ৯% সুদে কর্মচারীদের ঋণ দেয়া হচ্ছে। সুদ ৫% করার জন্য প্রশাসনকে অনুরোধ করলেও তারা পদক্ষেপ না নেয়ায় তালা দেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

ইউএইচ/

Exit mobile version