Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলো ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান। সোমবার দুর্ঘটনার পরপরই আশপাশের সাড়ে ৯শ’ মানুষকে সরানো হয় নিরাপদ স্থানে।

পার্তামিনা তেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে ৫ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বালোনগান এলাকায় ঘটা বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি- অগ্নিকাণ্ডের আগে বজ্রপাত’সহ ভারি বৃষ্টিপাত হচ্ছিলো। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেড। প্রতিষ্ঠানটি প্রতিদিন সোয়া লাখ ব্যারেল তেল পরিশোধনে সক্ষম।

ইউএইচ/

Exit mobile version