Site icon Jamuna Television

ইকুয়েডর বিমানবন্দরে উদ্ধার হলো ১৮৫টি বিরল প্রজাতির কচ্ছপ

স্যুটকেসে ভরে পাচার করা হচ্ছিলো ১৮৫টি বিরল প্রজাতির কচ্ছপ। রোববার ইকুয়েডর বিমানবন্দরের শুল্ক বিভাগ উদ্ধার করে প্রাণীগুলোকে।

কর্তৃপক্ষের দাবি, তিন মাস বয়সী কচ্ছপগুলোর প্রত্যেকটি আলাদা প্লাস্টিকের প্যাকেটে ছিলো। আবদ্ধ অবস্থায় মারা যায় ১০টি। বাকিগুলোকে বন্দর কর্তৃপক্ষ বিশেষ জায়গায় সংরক্ষণ করে। দেশটির জাতীয় উদ্যানের সহযোগিতায় সেগুলোকে ছাড়া হবে সমুদ্রে।

বিরল এ প্রজাতিটি গ্যালাপাগোস দ্বীপে পাওয়া যায়। সেগুলো এশিয়ার কালোবাজারে চড়া দামে বিক্রি করে চোরাকারবারিরা।

ইউএইচ/

Exit mobile version