Site icon Jamuna Television

টাঙ্গাইলে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গালের ঘাটাইলের এক পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চল সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রামে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করা হয়। এ সময় উৎসুক গ্রামবাসী এক নজর দেখার জন্য পুকুরের চারিদিকে ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউটে নগর গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন কাজ শুরু করেন। এসময় কোদালের মাথায় গ্রেনেডটি উঠে আসে। পরে বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো. আমির খসরু জানান, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে যাচাই বাচাই করে দেখবে আসলে এটা কি।

Exit mobile version