Site icon Jamuna Television

হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে অন্যান্য গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে: ডিবি

হেফাজতের ইসলামীর ঘাড়ে বন্দুক রেখে অন্যান্য গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, হেফাজত ছাড়াও অন্যান্য গোষ্ঠী এ ধরনের হামলার সঙ্গে জড়িত। তারা হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে সহিংসতা চালাচ্ছে।

তিনি আরও বলেন, নাশকতাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি, বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থির চিত্র বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া যারা অনলাইনে নাশকতায় উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ২৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত ঢাকার চার থানায় ৫টি মামলা হয়েছে। আটক হয়েছে অর্ধশত।

Exit mobile version