Site icon Jamuna Television

রাজবাড়ীতে বিচারক প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক পার‌ভেজ শাহরিয়ার প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা‌দের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা বার অ্যাসো‌সি‌য়েশনের আইনজীবীরা।

সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা বার অ্যাসো‌সি‌য়েশনের সমিতির সভাপতি অ্যাড. স্বপন কুমার সো‌মের সভাপতিত্বে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। সেইসাথে বার অ্যা‌সোসি‌য়েশ‌নের জায়গায় নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধেরও দাবি জানা‌নো হয়।

এছাড়া হামলার ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি ও প্রধান বিচারপতি, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল‌কে বিষয়‌টি জানা‌নো হবে বলে সভায় সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, আজ দুপুরে রাজবাড়ী জেলা জজ আদালতের মার্কেট নির্মাণের কাজ বন্ধের দাবিতে আদালত বর্জন করে আইনজীবীদের মানববন্ধন ও বি‌ক্ষোভ মিছিলে আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ‌তে বেশ কয়েকজন আইনজীবী আহত হন।

Exit mobile version