Site icon Jamuna Television

শবে বরাতের নফল ইবাদত ও নামাজ আদায় করছেন মুসল্লিরা

পবিত্র শবে বরাতের নফল ইবাদত ও নামাজ আদায় করছেন মুসল্লিরা। রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার পর বিশেষ দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এতে মুসলিম উম্মা, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ভাইরাস থেকে সকলকে রক্ষার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। ঘরে বেশি বেশি নফল ইবাদত করার জন্য গুরুত্ব দেন ইমাম।

মুসল্লিরা নফল ইবাদত করে নিজের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ রাতে আল্লাহ বান্দার জন্য রিজিক ও হায়াত বণ্টন করেন বলে মুসল্লিদের বিশ্বাস।

Exit mobile version