Site icon Jamuna Television

ল্যাব নয়, প্রাণীর মাধ্যমেই ছড়িয়েছে করোনা: ডব্লিউএইচও’র প্রতিবেদন

বাদুড় থেকে মানব শরীরে ছড়িয়ে থাকতে পারে কোভিড নাইনটিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের যৌথ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই প্রতিবেদনের একটি কপি হাতে পাওয়ার দাবি করছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, প্রাণীর মাধ্যমে ছড়ানোর ধারণা পেলেও কোনোভাবেই এই ভাইরাস ল্যাব থেকে ছড়িয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চারটি পরিস্থিতি বিবেচনায় নিয়ে গবেষণা চালানো হয়েছে। এতে বাদুড় থেকে সরাসরি মানুষের শরীরে এই ভাইরাসের বিস্তার ঘটা সম্ভব। একই সাথে ল্যাব ছাড়া অন্য জায়গাগুলো নিয়ে আরও গবেষণার প্রস্তাব দিয়েছে তদন্ত দলটি।

গেলো ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চীনের বিভিন্ন স্থানে ঘুরে নমুনা সংগ্রহের মাধ্যমে গবেষণা চালানো হয়। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা বিলম্ব হওয়ায় প্রশ্ন উঠেছে চীনের প্রভাব ও এর স্বচ্ছতা নিয়ে।

ইউএইচ/

Exit mobile version