Site icon Jamuna Television

এবার পাকিস্তানের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনায় আক্রান্ত হলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের দু’সপ্তাহ পর নমুনা পরীক্ষায় এলো পজেটিভ রিপোর্ট।

সোমবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পরই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। তাই সতর্কতার বিকল্প নেই।

চলতি মাসেই ভ্যাকসিন গ্রহণের পর প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক করোনায় আক্রান্ত হন।

চীনের উপহার দেয়া ‘সিনোফার্ম’ ভ্যাকসিন নিয়ে সম্প্রতি করোনার টিকাদান কর্মসূচি শুরু করে পাকিস্তান। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৬০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট প্রাণহানি ১৪ হাজারের ওপর।

ইউএইচ/

Exit mobile version