Site icon Jamuna Television

গণপরিবহনের ভাড়া বাড়লো ৬০ শতাংশ

করোনা সংক্রমণ বাড়ায় আগামী ২ সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। কাল বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন থেকে গণপরিবহনে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহন করতে হবে। আর তাই অর্ধেক যাত্রী পরিবহনের জন্য ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। সেইসাথে যাত্রী-চালক-হেলপারদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিস্থিতির উন্নতি হলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে।

এর আগে করোনা মহামারির শুরুতে গেলো বছর একদফা অর্ধেক যাত্রী পরিবহনে ৬০ শতাংশ ভাড়া নির্ধারণ করা হয়েছিলো।

এদিকে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব যাত্রীবাহী ট্রেনে অর্ধেক টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version