Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মাহমুদউল্লাহরা।

নেপিয়ারে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে কথা বলেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চান মাহমুদউল্লাহরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ভালো সূচনার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করেন তারা। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২১০ রান করে।

২১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানে ইনিংস থামে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে এখনও জয় পায়নি বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version