Site icon Jamuna Television

করোনা মোকা‌বিলায় সাংবাদিকদের সাথে পটুূয়াখালী জেলা প‌রিষদ

পটুয়াখালী প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা রাখার লক্ষ্যে দ্বিতীয় বা‌রের মত পটুয়াখালীর সাংবাদিকদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদ চেয়ারম্যান খ‌লিলুর রহমান মোহন।

তি‌নি ব‌লেন, ক‌রোনা মোকা‌বিলায় ফ্রন্টলাইনার না‌মে খ্যাত সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নি‌য়ে পেশাগত দায়িত্ব পালন ক‌রে আসছেন। যেকার‌ণে তা‌দের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী থাকা বাঞ্ছনীয়। সে‌দি‌কে লক্ষ্য রে‌খে গত বছ‌রের ন্যায় এবারও সবার আগে জেলা পরিষদের পক্ষ থে‌কে সাংবাদিকদের মা‌ঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, ক‌রোনা সংক্রমণের দ্বিতীয় দফা ধী‌রে ধী‌রে বাড়‌ছে, তাই সবাই‌কে সতর্কতা অবলম্বন কর‌তে হ‌বে। এক্ষেত্রে পটুয়াখালীর সাংবাদিক ও জেলা পরিষদ এক সা‌থে ক‌রোনা মোকা‌বিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত ক‌রেন।

সোমবার রাত ৮টার দি‌কে পটুয়াখালী‌তে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন। অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি ও সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ্য, গত বছর প্রথম যখন দে‌শে ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ শুরু হ‌য়ে‌ছিল তখনও জেলা পরিষদের পক্ষ থে‌কে পটুয়াখালীর সাংবাদিকদের মা‌ঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ক‌রেন। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন স্পটে লিপ‌লেট বিতরণ ও গরীব অসহায় মানুষের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খাদ্য সামগ্রী পৌঁ‌ছে দি‌য়ে সবার নজর কেড়েছিলেন।

ইউএইচ/

Exit mobile version