মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫১০ জনে। সোমবারও জান্তা আগ্রাসনে ১৪ বিক্ষোভকারী মৃত্যুবরণ করেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাতভর ইয়াঙ্গুন ও ম্যান্ডেলের বিভিন্ন লোকালয়ে চলে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান। কারণ অভ্যুত্থান বিরোধী ‘কমিটি অব ন্যাশনালিটি’র ডাকে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সব সড়ক এবং রাষ্ট্রীয় স্থাপনার সামনে আবর্জনা ফেলে সরকারের প্রতি অবাধ্যতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাছাড়া নিহতদের প্রতি সম্মান প্রদর্শনে ছিলো মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি।
সোমবারই জান্তাকে খোলা চিঠি লিখেছে আরসা’সহ ৩টি সশস্ত্র সংগঠন। হুমকি দিয়েছে, নিরস্ত্রদের ওপর নির্যাতন-হত্যাযজ্ঞ বন্ধ না করলে গড়ে তোলা হবে প্রতিরোধ।
ইউএইচ/

