Site icon Jamuna Television

করোনার ভয়াবহতা জেনেও উৎসব পালন করে সরকার: ফখরুল

ভয়ঙ্কর একটি শক্তি পেছন থেকে ইন্ধন দিচ্ছে সরকারকে: ফখরুল

ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার ভয়াবহতা জেনেও উৎসব পালন করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। করোনা নিয়ে সঠিক তথ্য গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় দেশব্যাপী বিক্ষোভে নির্বিচার হামলার নিন্দা জানান। আটককৃতদের মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বাধ্য হয়েই করোনার মধ্যে আন্দোলন করেছে বিএনপি।

Exit mobile version