Site icon Jamuna Television

চেরি ফুলের সৌন্দর্য আর সৌরভে মাতোয়ারা যুক্তরাষ্ট্রের পার্কগুলো

চেরি ফুলের সৌন্দর্য আর সৌরভে মাতোয়ারা যুক্তরাষ্ট্রের পার্কগুলো

করোনা শিষ্টাচার উপেক্ষা করেই ‘চেরি ফুলের’ সৌন্দর্য্য উপভোগে ওয়াশিংটন ডিসির পার্কগুলোয় ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।

আবারও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতকর্তা জারি করেছে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।

জানিয়েছে, মানুষের উপস্থিতি বেশি হলে উদ্যান বন্ধ করতে বাধ্য হবেন তারা। গেলো ৭ দিন ধরে সাদা-গোলাপী ফুল আর সৌরভে মাতোয়ারা পার্কগুলো। শত বছর আগে, বন্ধুত্ব রক্ষায় জাপান ৩ হাজার চারাগাছ উপহার দিয়েছিলো যুক্তরাষ্ট্রকে।

Exit mobile version