Site icon Jamuna Television

‘শয়তানের জুতা’, মানুষের রক্ত দিয়ে তৈরি যার সোল!

'শয়তানের জুতা', মানুষের রক্ত দিয়ে তৈরি যার সোল!

ব্রুকলিন ভিত্তিক ‘MSCHF’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করলো বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি।

সোমবার এক বিবৃতিতে জুতা নির্মাতা কোম্পানিটি জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠান নাইকির নিজস্ব ট্রেডমার্ক ব্যবহার করে বানিয়েছে ‘শয়তানের জুতা’। লোগো পাল্টে দেয়া হয়েছে লাল রঙে। শুধু তাই নয়, নাইকির ‘এয়ার ম্যাক্স নাইনটি সেভেন’ স্নিকারের আদলে তৈরী জুতাটির সোলে ব্যবহৃত হয়েছে মানুষের রক্ত। এছাড়া জুতাটির ওপরে রয়েছে শয়তান পূজারীদের অন্যতম প্রতীক- পেন্টাকল।

সোমবার থেকে অনলাইনে বিক্রি হচ্ছে জুতাটি, যার একজোড়ার দাম এক হাজার ১৮ ডলার।

অবশ্য মডেল এবং গ্র্যামি বিজেতা র‍্যাপার লিটল ন্যাস এক্সের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি নাইকি।

Exit mobile version