Site icon Jamuna Television

রাজু ভাস্কর্যে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল

রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে প্রগতিশীল ছাত্রজোট

মোদি বিরোধী কর্মসূচি চলাকালে নিহত পেশাজীবী ও ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ৮টি বাম ছাত্র সংগঠন।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিবাদের সাথে তুলনা করে ক্ষমতাসীনদের যে কোনো মূল্যে উৎখাতের কথা বলেন বক্তারা। দাবি করেন, মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গদি টিকিয়ে রাখতে মোদিকে আমন্ত্রণ জানায়। জনবিচ্ছিন্ন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমালোচনাও করেন ছাত্র নেতারা।

Exit mobile version