Site icon Jamuna Television

একদিনে অন্তত ১০ বার রুশ বিমানের অনধিকার প্রবেশ ঠেকালো ন্যাটো

একদিনে অন্তত ১০ বার রুশ বিমানের অনধিকার প্রবেশ ঠেকালো ন্যাটো

একদিনে আঞ্চলিক আকাশসীমায় অন্তত ১০ বার রুশ বিমানের অনধিকার প্রবেশ ঠেকালো ন্যাটো। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে পশ্চিমা সামরিক জোটটি।

বিবৃতিতে জানায়, সোমবার বেশ কয়েকবার সীমানা লঙ্ঘন করে রাশিয়ার যুদ্ধবিমান। বিনা অনুমতিতে প্রবেশ করে উত্তর আটলান্টিকের আকাশে, বাল্টিক ও কৃষ্ণ সাগরের ওপরে ঘুরে বেড়ায়। ছয় ঘণ্টার ব্যবধাণে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকায় এ অনুপ্রবেশ।

এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ক’দিন ধরেই ন্যাটোর সাথে গোলমাল চলছে মস্কোর। বিষয়টি নিষ্পত্তির জন্য দেশটিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সামরিক জোটটি।

Exit mobile version