Site icon Jamuna Television

টি২০ দলে ৫ নতুন মুখ

(আফিফ হোসেন)
শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হিসেবে থাকছে পাঁচ নতুন মুখ।
ঢাকা স্টেটে লজ্জাজনক হারের দিন শনিবার এ দল ঘোষণা করে বিসিবি। নতুন মুখদের পাশাপাশি দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। সর্বশেষ গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিলেন সৌম্য।
ত্রিদেশীয় সিরিজে আঙ্গলে চোট নিয়ে টেস্ট সিরিজে দলের বাইরে থাকা সাকিব আল হাসান টি২০ দলের নেতৃত্ব দেবেন।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ খেলা আগামী বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো জাতীয় টি২০ দলে পাঁচ নতুন মুখ হলেন আফিফ হোসেন, মেহেদি হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও জাকির হাসান।

প্রথম টি২০ ম্যাচের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, মেহেদি হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও জাকির হাসান।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version