Site icon Jamuna Television

দুবাই থেকে আসা দুটি ফ্লাইট থেকে স্বর্ণের ৭১টি বার উদ্ধার

দুবাই থেকে আসা দুটি ফ্লাইট থেকে স্বর্ণের ৭১টি বার উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্স ও বিমানের দুটি ফ্লাইট থেকে স্বর্ণের ৭১টি বার উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা অভিযান চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়। ৭১টি স্বর্ণবারের ওজন সোয়া ৮ কেজি। এমিরেটস এয়ারলাইন্সে আসা সন্দেহভাজন ব্যাক্তির দেহ তল্লাশি করে ৩২ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৭ লক্ষের বেশি।

অপরদিকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরে বিশেষ জায়গায় লুকিয়ে আনা আরো ৩৯ পিস স্বর্ণবার উদ্ধার হয়। যার বাজার মূল্য ২ কোটি ৭১ লক্ষের বেশি। কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় ও ফৌজদারী মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

Exit mobile version