Site icon Jamuna Television

স্বর্ণখনিতে আটকা ১১ শ্রমিক, ৪ দিন ধরে চলছে অভিযান

স্বর্ণখনিতে আটকা ১১ শ্রমিক, ৪ দিন ধরে চলছে রুদ্ধশ্বাস অভিযান

কলম্বিয়ার স্বর্ণখনিতে আটকা ১১ শ্রমিককে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। চারদিন ধরে খাটছেন উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। শুক্রবার প্রত্যন্ত অঞ্চল নেইরায় হয় এ দুর্ঘটনা।

পুলিশের দাবি, ভারি বৃষ্টিপাতের কারনেই ঘটেছে ভূমিধস। ফলে খনিটির ভেতরে আটকা পড়েন কর্মরত শ্রমিকরা। পাম্পের সাহায্যে বের করা হচ্ছে খনির ভেতরের পানি। দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন নিখোঁজ শ্রমিকদের পরিবার।

এদিকে স্বর্ণের জন্য বিখ্যাত কলম্বিয়ায় আছে বহু অবৈধভাবে খোড়া খনি। প্রায়ই সেগুলোয় ঘটে এমন দুর্ঘটনা।

Exit mobile version