Site icon Jamuna Television

নড়াইলে হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে একটি হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন ৪ জন।

বুধবার দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম হাওলাদার এই রায় দেন।

মামলায় বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ১১ মে কালিয়া উপজেলার বনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। তদন্ত শেষে ৩০ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

এদিকে গাইবান্ধায় শিশু আরিফুল হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Exit mobile version