Site icon Jamuna Television

জাতীয় ক্রিকেট লিগে ২৮৩ রানে এগিয়ে সিলেট, চট্টগ্রামের লিড ১৭৮

তৃতীয় দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ২৭৩ রানে এগিয়ে আছে সিলেট বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান সিলেট স্কোর বোর্ডে। আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ১৭৮ রানের লিড নিয়েছে চট্টগ্রাম বিভাগ। এদিকে খুলনার বিপক্ষে জয়ের দার প্রান্তে রংপুর। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ১০১ হাতে রয়েছে ১০ উইকেট।

কক্সবাজারে আগের দিনের ৬ উইকেটে ২৩৯ রানের সাথে ৪১ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় ঢাকা বিভাগ। সেঞ্চুরি করেছেন শুভাগত হোম। রাহাতুল ফেরদৌস নিয়েছেন ৭৫ রানে ৭ উইকেট। প্রথম ইনিংসে ৯০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সিলেট বিভাগ। আসাদউল্লাহ আল গালিবের ৭৪ রানের ইনিংসে ভার করে এদিন ৬ উইকেটে ১৮৩ রান করে সিলেট।

কক্সবাজারে ড্র’য়ের দিকে এগুচ্ছে ঢাকা মেট্রো বনাম চট্টগ্রামের ম্যাচ। ৩ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ঢাকা মেট্রো। হাসান মুরাদে র৫ উইকেট শিকারের দিন ২৬৭ রানে গুটিয়ে যায় মেট্রো। প্রথম ইনিংসে ১৩৫ রানের লিড নেয় চট্টগ্রাম। জাবাব দিতে নেমে এ দিন ৪ রানে রান আউটের শিকার হন প্রথম ইনিংসে দেড়শ রানের ইনিংস খেলা পিনাক ঘোষ। সাদুকুর রহমান ১৯ আর ২০ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়।

Exit mobile version