Site icon Jamuna Television

‘খালেদার রায় রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা’

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা- এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে দ্বিতীয় মেঘনা সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে। মেঘনা-কাঁচপুর দ্বিতীয় সেতু, মেঘনা দ্বিতীয় আর দাউদকান্দির মেঘনা-গোমতী দ্বিতীয় সেতুর কাজও নির্ধারিত সময়ের ছয় মাস আগে শেষ হবে। এতে সাশ্রয় হবে সাতশ’ কোটি টাকা।

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসনের রায় নিয়ে উত্তেজনা তৈরি না করে সকলের নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত।  তিনি আরও বলেন, বর্তমানে দেশে কোন রাজনৈতিক সংকট নেই।

Exit mobile version