Site icon Jamuna Television

বাংলাদেশ গেমসে পুরুষ ফুটবলে জয় পেয়েছে বিকেএসপি

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ফুটবলের ‘বি’ গ্রুপের দুটি ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি ও রংপুর। দিনের প্রথম ম্যাচে কক্সবাজার জেলার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রংপুর।

রংপুরের হয়ে একটি করে গোল করেন আরিফুল ইসলাম ও আলমগীর। ম্যাচের শুরুতে কক্সবাজার এগিয়ে গিয়েছিলো শাওনের স্কোরে। তবে রংপুরের ফরোয়ার্ডদের সাফল্যে ম্যাচের ইনজুরি টাইমে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কক্সবাজরের।

দিনের আরেক ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় জয় পেয়েছে বিকেএসপি। প্রতিপক্ষের মাঠে ৫-২ গোলের জয় পায় বিকেএসপির ছেলেরা। বিকেএসপির হয়ে রবিউল ও মোরছালিন দুটি করে গোল করেন। এছাড়া আকাশ পঞ্চম গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। কুমিল্লার হয়ে শাহজালাল ও হানিফ একটি করে গোল পেয়েছেন।

Exit mobile version